দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে মরুর বুকে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ২০২২ সালটা আর্জেন্টাইন সমর্থকদের জন্য করে রেখেছে চির স্মরণীয়। এই জয় উদযাপন শেষে এবার আবারো মাঠে নামছে আর্জেন্টিনা।

সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে মাঠে দেখা যাবে মেসি ও ডি মারিয়াদের। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২৩ থেকে ২৮ মার্চের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি।

Suggested Post :  নতুন সময়ে মাঠে নামছে ব্রাজিল ও পেরু, দেখেনিন সময়

প্রীতি ম্যাচগুলো প্রথমে আর্জেন্টিনার দুটি ভিন্ন প্রদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে সিদ্ধান্ত নেয়া হয় দুটি খেলাই বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনাকে মাঠে দেখতে মুখিয়ে আছেন সমর্থকরা। তাদের সেই অপেক্ষা শেষ করতেই মাঠে নামার ঘোষণা দিল আলবিসেলেস্তেরা।

এদিকে, প্রীতি ম্যাচের আগেই প্রধান কোচের মেয়াদ বাড়ানোর বিষয়ে আর্জেন্টিনার ফুটবল সংস্থার সঙ্গে কথা বলবেন লিওনেল স্কালোনি।

Suggested Post :  ব্রেকিং নিউজঃ আকাশ ছোয়া মূল্যে রোনালদোকে দলে ভেড়াচ্ছে চেলসি

যদিও প্রধান কোচের মেয়াদ বাড়ানোর বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়ে গেছে। তবে সেটির জন্য কেবল ঘোষণার অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেতে যাচ্ছেন মেসিদের বর্তমান কোচ স্কালোনি।