১৩ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। যে কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসা সকল ক্রিকেটারকে তলব করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ফ্রাঞ্চাইজিগুলোর চাহিদার কথা বিবেচনা করেই তারকা ক্রিকেটারদের বিপিএল ছেড়ে পাকিস্তান চলে যেতে বলেছে পিসিবি।
নিজ দেশের ক্রিকেট বোর্ডের ঢাকে সাড়া দিয়ে আজ রাতেই ঢাকা ত্যাগ করবেন ফরচুন বরিশালের হয়ে দুর্দান্ত পারফরর্ম করে যাওয়া ইফতিখার আহমেদ।
এমনটি জানিয়েছেন ফরচুন বরিশালের মিডিয়া ম্যানেজার সেকান্দার আলী।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয় বরিশাল। এদিন বরিশালের জয়ে দলীয় সর্বোচ্চ ৫১ রানের ঝলমলে ইনিংস খেলেন ইফতিখার।
খেলা শেষে বরিশালের মিডিয়া ম্যানেজার বলেন, আজ রাতেই পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ইফতেখার আহমেদ।