কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, একটা কথা বারবার সকলে বলছিলেন, লিওনেল মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত ‘পোয়েটিক জাস্টিস’ হবে না। আর ফুটবল বিধাতাও সেটাই করেছেন।

মেসির মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। লুসেল স্টেডিয়ামে মহাকাব্যিক ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হেসেছে। মেসি ম্যাজিকে মোহিত হয়েছে সারা বিশ্ব।

বহু কাঙ্খিত ট্রফি উঠেছে লিও অ্যান্ড কোং-এর হাতে। এখন প্রশ্ন ২০২৬ বিশ্বকাপে কি লিও খেলবেন? মেসি নিজেই দিয়ে দিলেন বিরাট আপডেট। মেসির বয়স এখন ৩৫। তিন বছর পর তিনি পা দেবেন ৩৯ বছরে। সব কিছু ভেবেই নিজের ব্যাপারে আগামী বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন মেসি।

Suggested Post :  চুড়ান্ত হয়ে গেল গ্রুপ ওয়ানের দুই সেমি ফাইনালিস্ট দল

আর্জেন্টিনার সংবাদপত্র ডায়ারিও ওলেতে মেসি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘দেখুন ২০২৬ সালে খেলাটা আমার পক্ষে কঠিন হবে। আমি ফুটবল খেলতে ভালোবাসি। যতক্ষণ আমার শরীর ভালো শেপে থাকবে, খেলাটা আমি উপভোগ করব, ততদিন খেলা চালিয়ে যাব। পরের বিশ্বকাপ আসতে এখনও অনেক সময় বাকি আছে। পুরোটাই নির্ভর করছে আমার কেরিয়ার কোন পথে এগিয়ে যায়।’

Suggested Post :  আজ যেসব সমীকরণের সামনে বাংলাদেশ

ছাব্বিশ বিশ্বকাপে মেসির খেলার প্রসঙ্গে কোচ লিওনেল স্কালোনি কথা বলেছেন স্প্যানিশ রেডিও চ্যানেল ক্যালভিয়া এমএম-কে। স্কালোনি বলেন, ‘মেসির খেলার অনেকটাই নির্ভর করবে ও কী চাইবে তখন, সেই সময় কী ঘটবে তার ওপর। ও নিজে খেলার জন্য ভালো মনে করলে, তবেই। ওর জন্য দরজা সব সময় খোলা থাকবে। ও মাঠে খুশি থাকলে, আমাদের জন্য সেটা ভালো।’