বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসরে ইতিমধ্যে ৩টি দল প্লে অফ নিশ্চিত করেছে। এই তিনটি দল হচ্ছে- সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চতুর্থ দল হিসেবে খুব সম্ভবত রংপুর রাইডার্স উঠতে যাচ্ছে প্লে অফে। তাদের হাতে আরও চারটি ম্যাচ আছে এবং সেই ম্যাচগুলোর যেকোন একটিতে জিতলেই তারা উঠে যাবে পরের রাউন্ডে।
তবে এই চারটি দলের মধ্যে আসল লড়াইটা হতে পারে শীর্ষ দুটি পজিশনের জন্য। কেননা এই দুটি পজিশনে থাকা মানেই একটা বাড়তি সুবিধা পাওয়া যা সবগুলো দলই পেতে চাইবে।
বর্তমানে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে সিলেট। কিন্তু যেকোন অঘটন তাদের শীর্ষ দুইয়ের বাইরে ছিটকে দিতে পারে। আবার বরিশাল, কুমিল্লা, রংপুর প্রত্যেকের সামনেই সুযোগ আছে শীর্ষ দুটি স্থানে জায়গা করে নেওয়ার। তাই লড়াইটা এখানেও জমবে।