আগে থেকেই আর্জেন্টিনা ফুটবল দলের জনপ্রিয়তা ছিল বাংলাদেশে তুঙ্গে। তবে কাতার বিশ্বকাপে দলটির প্রতি অপরিসীম আবেগ-অনুরাগ বিশ্ববাসীর মনোযোগ কেড়েছে বাংলাদেশিরা। যার সুফলও পেতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মাসেই দূতাবাস খুলতে যাচ্ছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।
আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন। এর পরদিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি দূতাবাস উদ্বোধন করবেন তিনি। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি ২ দিনের সফরে বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। ঢাকায় দেশটির দূতাবাস খোলা নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আগামী মাসের মাঝামাঝিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।
গত বছর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর অভিনন্দন জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে চিঠি পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দনবার্তার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো।
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে মেসির গোলের পর বাংলাদেশি সমর্থকদের উল্লাসের একটি ভিডিও ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করার পর তা বিশ্ববাসীর নজর কাড়ে। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমেও ঘটনাটি প্রচার করা হয়।
পরে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ সম্পর্কে টুইট করে বলা হয়, ‘আমাদের দলকে সমর্থন করার জন্য আপনাদের ধন্যবাদ! ওরা (বাংলাদেশিরা) আমাদের মতোই পাগল!’
এমন ঘটনার পরই আর্জেন্টিনাকে আরও আপন ভাবতে শুরু করে বাংলাদেশিরা। আর এবার দূতাবাস খোলার ফলে দেশটির সঙ্গে বাংলাদেশের আন্তরিকতা আরও বাড়বে।