কোপা আমেরিকা হচ্ছে ল্যাতিন আমেরিকার টুর্নামেন্ট। ল্যাতিনের দেশগুলোর সঙ্গে এই টুর্নামেন্টে কখনও কখনও দুটি দলকে আমন্ত্রন জানানো হয়।

তবে আগামী আসরে এই টুর্নামেন্টে আরও ৬টি দল যুক্ত হবে। আর সেই ৬টি দল হবে কনকাফ অঞ্চলের। ল্যাতিনের ১০টি এবং কনকাফ অঞ্চলের ৬টি দলকে নিয়ে হবে আগামী কোপা আমেরিকা।

কনকাফ অঞ্চলের দল কোনগুলো? নর্থ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে যেসব দেশ রয়েছে সেগুলোই কনকাফ অঞ্চলের দল।

Suggested Post :  মাত্র পাওয়াঃ মেসি নেইমারকে কাদিয়ে এমবাপ্পে নতুন চমক দেখালেন!

২০২৩/২৪ কনকাফ গোল্ডকাপের শীর্ষ ৬টি দল অংশ নিবে এই কোপা আমেরিকায়। আর এই আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে।

যেহেতু কনকাফ অঞ্চল থেকে ৬টি দল অংশ নিবে, তাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, কোষ্টারিকার মত দলগুলোর খেলার সম্ভাবনা থাকবে এই টুর্নামেন্টে যা এই টুর্নামেন্টকে আরও আকর্ষনীয় করে তুলতে পারে।

Suggested Post :  অনুশীলনে মেসিকে স্পর্শ করতে মাঠে ঢুকায় গ্রেফতার ২ ভক্ত!