টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান যেন নতুন করে আবারও নিজেকে চেনাচ্ছেন। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) ব্যাট হাতে বিধ্বংসী রূপে দেখা দিচ্ছেন সাকিব। বিপিএলের এবারের আসরে সাকিবের ব্যাটিং গড় কিংবা স্ট্রাইক রেট দেখলেই বোঝা যাবে ঠিক কতোটা ছন্দে রয়েছেন ফরচুন বরিশালের এই অধিনায়ক।
এখন পর্যন্ত ৬ ইনিংস ব্যাট করে ৩টি ফিফটিতে করেছেন তিনশ রান (৩০৪) রান। আসরে তার গড় ৭৬, স্ট্রাইক রেট ১৯২.৪০! এমন পারফরম্যান্সের পর সাকিবকে ‘রাজা’ বলছেন মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক সাকিবকে নিয়ে নিজের ভাবনার কথা জানান।
এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সাম্প্রতিক সময়ের মধ্যে ভারত সিরিজে শুধু শর্ট বলে একটু সমস্যা হচ্ছিল। এরপর ও স্টান্স (ব্যাটিং) কিছুটা চেঞ্জ করেছে। তাতে করে এখন সে উইকেটের চারপাশে শট খেলতে পারছে। এটা সাকিবের মতো খেলোয়াড়দের কাছ থেকে অবাক হওয়ার কিছু নয়। কারণ বিশ্বসেরা খেলোয়াড়রা নিজের পথ খুঁজে নেয়। তারা নিজস্ব কায়দায় তাদের উপায় বের করে নেয়।’
মাশরাফি মনে করেন, ‘সাকিব আরও ভালো করলেও অবাক হওয়ার কিছু থাকবে না, সাকিব এর চেয়েও ভালো কিছু করলে অবাক হওয়ার কিছু নেই। সাকিবের কাছে আপনি আশা করতেই পারেন যে সে রাজার মতো আসবে এবং রাজার মতো পারফর্ম করবে।’