আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা

আইসিসির ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। গত বছর তিন ফরম্যাটে ২ হাজার ৫৯৮ রান করেছিলেন তিনি, সেঞ্চুরি ছিল ৮টি। ২ হাজার ৫৯৮ রান করতে বাবরের লেগেছে ৫২ ইনিংস। যার গড় ৫৪.১২। তিনি অর্ধশতক হাঁকিয়েছেন ১৭টি।

বর্ষসেরা ক্রিকেটার হওয়া বাবর গত বছর টেস্টে ১ হাজার ১৮৪, ওয়ানডেতে ৬৭৯ ও টি-টোয়েন্টিতে ৭৩৫ রান করেন। টেস্টে ৪টি, ওয়ানডেতে ৩টি ও টি-টোয়েন্টিতে একটি সেঞ্চুরি হাঁকান তিনি। প্রতিপক্ষের হিসাবে সবচেয়ে বেশি রান করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের বিপক্ষে তিন ফরম্যাটে তার ব্যাট থেকে আসে ৭৩২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৬৬৫ রান করেন ইংল্যান্ডের বিপক্ষে।

শুধু বর্ষসেরা ক্রিকেটারই না, বাবর জিতেছেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও। ২০২২ সালে পাকিস্তানের হয়ে মোট ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাবর। যার মধ্যে ৮টিতেই কমপক্ষে ৫০ রান করেছেন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার। তিনটিতে পার করেছেন শতরানের গণ্ডি। আর বাকি ৬টি ইনিংসের মধ্যে পাঁচটিতেই করেছেন অর্ধশতক। শুধু মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রান করতে পারেননি তিনি। সে ম্যাচে মাত্র ১ রান করে আউট হয়েছিলেন বাবর।

এর আগে ২০২১ সালেও বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন বাবর। সে বছর অবশ্য মোটে ৬টি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তাতেই ৬৭.৫০ গড়ে ৬ ম্যাচে করেছিলেন ৪০৫ রান। ২টি শতকের পাশাপাশি করেছিলেন ১টি অর্ধশতক।

২০২২ সালে বাবরের ব্যাটে ভর করে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে পাকিস্তান। হেরেছে মোটে একটি ম্যাচ। লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৮ রানে হারার ম্যাচেও ৫৭ রানের ইনিংস খেলেছিলেন বাবর।