আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জিতবে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। লিওনেল মেসি বাহিনী সেই কাজ করেও দেখিয়েছে। জ্লাতান হয়তো মনে মনে খুশিই হয়েছেন। তবে মেসি সতীর্থদের আচরণ পছন্দ হয়নি তার। সেটার রেশ টেনেই ইব্রা মন্তব্য করলেন, মেসি সতীর্থরা আর কখনও বিশ্বকাপ জিততে পারবে না।
কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অসামান্য পারফরম্যান্স দেখিয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। টুর্নামেন্টের গোল্ডেন গ্লাভসের পুরস্কারও জেতেন তিনি। পুরস্কার হাতে নিয়ে ‘বাজে অঙ্গভঙ্গি‘ করেছিলেন তিনি। যে কাজটা মোটেই পছন্দ হয়নি ইব্রার।
শুধু এমিলিয়ানো মার্টিনেজ কেন, বিতর্কিত সব কাজের সঙ্গে জড়িত ছিলেন মেসির অন্য সতীর্থরাও। দেশে ফিরে কিলিয়ান এমবাপ্পেকে ব্যঙ্গ করেছিলেন তারা। এই কাজটাও পছন্দ হয়নি সুইডিশ তারকার। ফ্রান্স ইন্টারের সঙ্গে সাক্ষাৎকারে ইব্রা বলেন, ‘মেসি সবকিছু জিতেছে। কিন্তু ওর সতীর্থরা যে জঘন্য আচরণ করেছে, সেটাকে শ্রদ্ধা করা যায় না। এটা আমি বলছি, একজন প্রথম সারির পেশাধার ফুটবলার হয়েও। ওরা আর কখনও বিশ্বকাপ জিততে পারবে না।’
আর্জেন্টিনাকে নিয়ে নিজের করা ভবিষ্যদ্বাণী নিয়েও কথা বলেন ইব্রা। তিনি বলেন, ‘মেসি সর্বকালের সেরা ফুটবলার। আমি আগেই বলেছিলেন ও বিশ্বকাপ জিতবে। বিষয়টা হচ্ছে, এমবাপ্পে আরও বিশ্বকাপ জিততে পারে। মেসিকে নিয়ে আমি উদ্বিগ্ন নই। আমার চিন্তা হচ্ছে আর্জেন্টিনার অন্য প্লেয়ারদের নিয়ে।’
প্রসঙ্গত, কাতারে গত ১৮ ডিসেম্বর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। নির্ধারিত ও অতিরিক্ত মিলিয়ে দুদলের ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হলে পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় শিরোপার ভাগ্য। যেখানে ৪-২ ব্যবধানে জিতে ট্রফি নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা।