
২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালে খেলাটা কঠিন হবে বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মতে, আসন্ন বিশ্বকাপে ভালো ফল পেতে যে কোনো একটি দলের ভারতের মাটিতে ৩২০ থেকে ৩৫০ রান করার সক্ষমতা থাকতে হবে। তবে নিয়মিত এরকম স্কোর তাড়া করা বা গড়ার অভিজ্ঞতা কম টাইগারদের।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। তবে বাংলাদেশ ক্রিকেটের সাবেক সেরা এ ব্যাটার মনে করেন, উড়ন্ত ফর্মে থাকা সাকিব আল হাসানের পারফরম্যান্স বিশ্বমঞ্চে দলের জন্য কাজে দেবে।
দেশের ক্রিকেটপ্রেমীদের মতো আশরাফুলও চান বাংলাদেশ দল ভালো করুক বিশ্বমঞ্চে। তবে, সেই সাফল্য পেতে হলে যে বাংলাদেশকেও পার করতে হবে বহু চড়াই-উতরাই তা নিয়ে কোনো সংশয় নেই আশরাফুলের।