লিওনেল মেসি দেড় বছর পূর্বে বার্সালোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন। বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বার্সা যখন আর চুক্তি নবায়নে রাজি হয়নি, তখন মেসি পিএসজিতে চলে আসেন।

পিএসজির সঙ্গে মেসির চুক্তির আর মাত্র ৫ মাস বাকি আছে। আগামী জুনেই শেষ হয়ে যাবে পিএসজির সঙ্গে মেসির চুক্তি। তবে পিএসজি চাচ্ছে চুক্তি নবায়ন করতে।

এতদিন শোনা গিয়েছিল, পিএসজি এবং মেসি উভয়েই নতুন চুক্তির খুব কাছে। মেসির সঙ্গে নতুন করে আরও এক বছরের জন্য চুক্তি করবে পিএসজি।

Suggested Post :  মালদ্বীপ ম্যাচের বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন

কিন্তু এবার স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো যেন বোমা ফাঁটালেন। জানিয়েছেন, লিওনেল মেসি পিএসজির চুক্তি নবায়নের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে।

মেসি এখনও বার্সালোনাকে ভালোবাসে এবং সে আবারও বার্সালোনাতে ফিরে আসতে চায়। সেজন্য পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবে না।

যদিও সবকিছু এখনও রিউমারের মধ্যেই থেমে আছে, দেখার বিষয়, লিওনেল মেসি আদৌ বার্সালোনাতে আর ফিরেন কিনা।