ফ্রেঞ্চ কাপে যেন গোল উৎসব করলো পিএসজি। বিশ্বকাপজয়ী মেসিকে ছাড়াই চতুর্থ রাউন্ডের ম্যাচে পে দ্য ক্যাসলকে ৭-০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্টরা। গোল উৎসবের ম্যাচে এমবাপ্পে ছাড়াও গোলের দেখা পান নেইমার ও সোলার।

দ্য ক্যাসলের বিপক্ষে এমবাপ্পে একাই ম্যাচের পার্থক্য গড়ে দেন। ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোলের দেখা পান এই ফরাসি ফরোয়ার্ড। এরপর ৩৫, ৪০, ৫৬ ও ৭৯ মিনিটে আরও চারটি গোল করেন তিনি।

এমবাপ্পে বাদে এদিন গোলের দেখা পান ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারও। শুধু গোল করেননি তিনি, করিয়েছেনও দুইটি। মাঠের পারফরম্যান্সে নেইমারকে প্রাণবন্ত মনে হলেও পিএসজি কোচ গালতিয়ের মনে করেন, বিশ্বকাপের পর থেকেই সেরা ছন্দে নেই নেইমার।

Suggested Post :  গুলি চালাতে জানলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতেন এই ফুটবলার

ব্রাজিলের এই তারকা ফুটবলার এখনও মাঠে তার সেরাটা দিতে পারছে না বলে মন্তব্য করেন পিএসজি কোচ। গালতিয়ের বলেন, ‘বিশ্বকাপে তার গোড়ালিতে সমস্যা হয়েছিল। বিশ্বকাপ থেকে ফিরে এসেও সে ব্যাথা অনুভব করছিল। সে সর্বোচ্চ চেষ্টা করছে।

এখনও সে ম্যাচে তার ধারাবাহিকতা ফিরে পায়নি।’ বিশ্বকাপ থেকে ফিরে পিএসজির জার্সিতে লাল কার্ডও দেখেন নেইমার। সেই ম্যাচ প্রসঙ্গে গালতিয়ের জানান, দ্বিতীয়ার্ধে মাঠে নামার আগে নেইমারকে সাবধানে খেলতে বলেছিলেন তিনি।

Suggested Post :  ব্রেকিং নিউজঃ ৩৮২ কোটিতে ‘নেইমার’কে কিনছে যে দল

পিএসজি কোচ বলেন, ‘প্রথমার্ধের বিরতির সময় আমি নেইমারের সাথে কথা বলেছিলাম যেন সে আরও ঠান্ডা মেজাজে খেলে।’ পিএসজির জার্সিতে শেষ ম্যাচে দুর্দান্ত ছিলেন নেইমার ও এমবাপ্পে। তারকা এই দুই ফুটবলারের যুগলবন্দী পারফরম্যান্স নজর এড়ায়নি কোচেরও।

আর তাই নেইমারের প্রশংসাও করেন ফরাসি ক্লাবটির কোচ। তিনি বলেন, ‘এমবাপ্পে এবং নেইমারের জন্য গুরুত্বপূর্ণ ছিল পুরো ম্যাচটি খেলা। তারা একত্রিতভাবে খেলেছে। ম্যাচটি তাদের জন্য দুর্দান্ত ছিল।’