সিলেট এবং বরিশাল মুখোমুখি হওয়া মানেই যেন সিলেটের জয়। এবারের বিপিএলে এমনটাই হয়ে আসছে। আজকে দুই দলের দ্বিতীয় দেখাতেও জিতল সিলেট।

এবারের আসরে সিলেট এবং বরিশাল উভয় দলই বড় রান সংগ্রহ করার কৃতিত্ব দেখিয়েছে একাধিকবার। তারমধ্যে সিলেট এবং বরিশালের প্রথম ম্যাচেও হয়েছিল বড় রান।

প্রথম ম্যাচে বরিশাল প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯৪ রান করেছিল। সিলেট সেই ম্যাচটাও এক ওভার হাতে রেখেই জিতে যায়।

Suggested Post :  কোহলি কে পেছনে ফেলে রেকর্ড গড়লেন বাবর আজম

আজকে দ্বিতীয় ম্যাচেও একই রকম উত্তেজনা ছিল। আজকের ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১৭৩ রান করে সিলেট স্ট্রাইকার্স।

সিলেটের এই রান করায় সবচেয়ে বড় কৃতিত্ব নাজমুল হোসেন শান্তর। ৬৬ বলে ৮৯ রান করেন এই ওপেনার। টম মুরেস ৩০ বলে ৪০ রান করে সঙ্গ দেন শান্তকে।

জবাবে ব্যাটিং করতে নেমে শেষ বল পর্যন্ত লড়াই করা বরিশাল থামে দুই রান দূরে। ১৭১ রান করে তারা। ওপেনার ইব্রাহীম জাদরান সর্বোচ্চ ৪২ রান করেন।

Suggested Post :  বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গেল দুই তারকার

এছাড়া আরেক ওপেনার সাইফ হাসান ১৯ বলে ৩১, সাকিব আল হাসান ১৮ বলে ২৯, ইফতেকার ১৩ বলে ১৭, করিম জান্নাত ১২ বলে ২১ রান করেন।