শুরু হচ্ছে আয়ারল্যান্ড বনাম বাংলাদেশের সিরিজ; চুরান্ত সূচি ঘোষণা

InCollage 20230124 001446197 oUzCdsPl3y

মার্চ মাসের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকয় আসছে আয়ারল্যান্ড দল। এই সফরে সমান তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টির পাশাপাশি একটি টেস্ট ম্যাচও খেলবে আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

চলতি বছরের ১২ মার্চ ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড দল। বাংলাদেশে এসে কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে মূল লড়াইয়ের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আইরিশরা। গা গরমের এই ম্যাচটি হবে ১৫ মার্চ।

১৮ মার্চ ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ মার্চ। এরপর দুই দিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামবে দুই দল। সিরিজে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি হবে ২৩ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। ২৭ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২৯ এবং ৩১ মার্চ।

সিলেট এবং চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরবে দুই দল। ৪ এপ্রিল থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি।

You May Also Like