ইরাক বনাম ওমানের মধ্যকার আরব উপসাগরীয় কাপের ফাইনাল ম্যাচ দেখতে গিয়ে চারজন নিহত হয়েছেন।
সংগঠকরা বলছেন- টিকিটবিহীন হাজার হাজার সমর্থক মাঠে হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে চারজন নিহত হয়েছেন।
আদনানের ভাই বলেন, আমার ভাইয়ের মৃত্যুর খবর শুনে হতবাক হয়েছি। বুধবার রাতে তিনি আমাদের সাথে শেষবার ফোন করেছিলেন। তিনি আমাদের বলেছিলেন যে, ফাইনালের জন্য বসরাতে এসে তিনি খুব খুশি। তিনি বলেছিলেন যে, তিনি স্টেডিয়ামে উদযাপন করতে এবং শহরের পরিবেশ অনুভব করার জন্য উন্মুখ। দুর্ভাগ্যবশত তিনি এর কোনোটিই করতে পারেননি।
তিনি আরও বলেন, তার সাথে থাকা আমার আরেক ভাই প্রাণে বেঁচে যান। কিন্তু আদনান নিজেকে ভিড়ের মধ্যে সামলাতে পারেননি। এ ঘটনার জন্য আমি সরকার এবং সংগঠকদের দায়ী করছি। তারা এই ট্র্যাজেডি এড়াতে ব্যর্থ হয়েছেন। আমার ভাইয়ের মৃত্যুর জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দায়ী।