ক্যারিয়ারের শুরুতে পারফর্ম নিয়ে অনেক সমালোচিত হয়েছিলেন লিটন দাস। প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে সমালোচনার বিরুদ্ধে। সেই লিটনই এখন বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার। দলের গুরুত্বপূর্ণ মুখ।

গত কয়েক বছর ধরে তিন ফরম্যাটে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন লিটন। দিচ্ছেন সামর্থ্যের সবটুকু। তাইতো ভক্তদের কাছে এখন তিনি সুপারস্টার। এবার পাকিস্তানি তারকা মোহাম্মদ রিজওয়ানও। তার ভাষায়ও, লিটন বাংলাদেশের সুপার স্টার।

Suggested Post :  লিটনকে টি-টোয়েন্টিতে খেলানো নিয়ে বোমা ফাটালেন জেমি সিডন্স

চলমান বিপিএলে একই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেন লিটন ও রিজওয়ান। একসঙ্গে ওপেন করেন দুজন। বোঝাপড়াও ভালো।

অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রিজওয়ান করলেন লিটনের প্রশংসা। রিজওয়ান বলেন, ‘লিটন বাংলাদেশের সুপারস্টার। গত কয়েক বছর ধরে সে ভালো পারফর্ম করছে। সে এখনও ফর্মে আছে। আলহামদুলিল্লাহ আমি এবং লিটন বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। যদিও এটা অল্প সময়ের মধ্যে। আমরা অন্যদের জন্যও সহজ করার চেষ্টা করছি।’