বিপিএলের এবারের আসনে কে হবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়? টুর্নামেন্টের মাত্র শুরু, মাত্র ৬টি করে ম্যাচ খেলেছে দলগুলো। এই অবস্থায় হয়তো বলা কঠিন, তবে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে যে দুজন তারা হচ্ছে নাসির ও সাকিব।
বিপিএলে চলতি আসরে অলরাউন্ড নৈপুন্যে এখনও পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে নাসির হোসেন। ঢাকা ডমিনেটর্সের এই তারকা ৬ ম্যাচ শেষে ব্যটা হাতে ২৬৯ রান করেছেন এবং বল হাতে নিয়েছেন সাতটি উইকেট।
সাকিব আল হাসান এই বিপিএলে ব্যাট হাতে ২৭৫ রান করলেও বল হাতে নিয়েছেন মাত্র ৩টি উইকেট। উইকেটে নাসিরের থেকে কিছুটা পিছিয়েই আছেন তিনি।
তবে ম্যাচে যে প্রভাব, সেখানে আবার সাকিব আছেন উপরে। ৫৩০ পয়েন্ট তার। সেখানে নাসির হোসেনের পয়েন্ট ৩৮১।
নাসিএর পয়েন্ট কম থাকার কারণও আছে, তার দল ৬টি ম্যাচ খেলে ৫টিতেই হেরেছে। তাই নাসির ভালো খেললেও দলীয় ব্যর্থতা তাকে ভোগাচ্ছে।
নাসির হয়তো এই দলীয় ব্যর্থতার জন্যই শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হওয়ার লড়াই থেকে ছিটকে যেতে পারে।