বাংলাদেশের ক্রিকেটে অপার সম্ভাবনাময় একজন ক্রিকেটার ছিলেন নাসির হোসেন। তাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা মিষ্টার ফিনিশাল হিসেবেই ডাকত।

কিন্তু সেই নাসির অকালেই যেন হারিয়ে যান জাতীয় দল থেকে। পারফর্মেন্স যেমনই হোক, তার হারিয়ে যাওয়ার পেছনে মূল কারণ ছিল তার অনিয়ন্ত্রিত জীবনযাপন।

নারীদের সঙ্গে বিভিন্ন অবৈধ সম্পর্কের জেড়ে বারবার সমালোচিত হন তিনি। এই নারীদের কারণেই তার ক্যারিয়ারটাই পিছিয়ে যায় এবং জাতীয় দলের দরজা যেন তার জন্য বন্ধই হয়ে যায়।

Suggested Post :  ক্রিকেটে সর্বকালের সেরা ২০ রেকর্ডের ৯টি টাইগারদের দখলে

পারফর্মেন্স হয়ে পরে ম্লান, গত বিপিএলে তো দলই পাননি। কিন্তু সেই নাসির হোসেন এবার বিপিএলে রীতিমত চমকে দিচ্ছেন সবাইকে। এতটাই চমক দিলেন যে এখন তার জাতীয় দলে ফেরারও সম্ভাবনা তৈরি হয়ে গেল।

এবারের বিপিএলে এখনও পর্যন্ত অনবদ্য পারফর্মেন্স উপহার দিচ্ছেন নাসির। বিপিএলে ৬ ম্যাচ শেষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন নাসির। বল হাতেও দারুণ কার্যকর, উইকেট নিয়েছেন সাতটি।

Suggested Post :  মুমিনুলদের নিয়ে নতুন বার্তা দিলেন বাংলাদেশের সাবেক গুরু হাথুরুসিংহে

বিপিএলের এবারের আসরে নাসির হোসেন পুরোপুরি কাজে লাগাচ্ছেন। যেভাবে পারফর্ম করছেন, তাতে আগামী সিরিজের জন্য জাতীয় দলে বিবেচিত হতেও পারেন নাসির।