বিপিএলে সাকিবের রানে ফেরা শুধু তার ফ্র্যাঞ্চাইজির জন্যই নয়, বিশ্বকাপের বছর দেশের ক্রিকেটের জন্যও দারুণ ইতিবাচক। সাকিবে স্তুতি ঝরল নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে। নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়দের মানছেন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ। ওয়ানডে স্কোয়াড অনেকটাই চূড়ান্ত হওয়ায় বিশ্বকাপের আগে টাইগারদের নতুন কোচ নিয়োগে, দলে কোনো সমস্যা হবে না বলেই বিশ্বাস নির্বাচক সুমনের।
বাংলার ক্রিকেটের পোস্টারবয়। তাকে নিয়ে কত আলোচনা। তবে কোভিড-পরবর্তী ক্রিকেটে বোলিংটা জুঁতসই হলেও ব্যাটিংয়ে ছন্দ ফিরে পাচ্ছিলেন না সাকিব আল হাসান। গেল ওয়ানডে বিশ্বকাপে যার অলরাউন্ডিং পারফরম্যান্সে স্বপ্ন চওড়া হয়েছিল টাইগার ভক্তদের।
সেই সাকিব চলমান বিপিএলে যেন উড়ছেন। ঢাকা আর চট্টলা দুই পর্বেই হেসেছে তার ব্যাট। শুধু রানই নয়, ব্যাটিং অ্যাপ্রোচও ছিল ঠিকঠাক। তাইতো সাকিবেই স্তুতি নির্বাচকদের।
বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন সাকিব প্রসঙ্গে বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা এমন ব্যাটারই চাই। সাকিব মানসিকভাবে খুবই শক্তিশালী। সে গেম চেঞ্জার। মাঠের খেলাটা ও খুব ভালো বোঝে।’
ইনজুরিতে চট্টগ্রামে কোনো ম্যাচ খেলা হয়নি তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়ের। তবে ঢাকা পর্বে ব্যাক টু ব্যাক তিন ফিফটিতে দেখিয়েছেন নিজের মুনশিয়ানা। তা ছাড়া ধারাবাহিকভাবে রান করছেন নাজমুল হোসেন শান্ত। এদের টাইগার ক্রিকেটের ভবিষ্যৎ মানছেন বাশার।
তিনি বলেন, ‘তৌহিদ হৃদয়ের ব্যাটিং হয়তো এখন সবার চোখে পড়ছে। কিন্তু ও আসলে অনেক দিন ধরেই ভালো খেলে আসছে। বাংলাদেশ তাকে নিয়ে প্রত্যাশা করতে পারে। শান্তকে নিয়ে কেন সমালোচনা হয়, সেটা মাঝেমধ্যে আমরা বুঝতে পারি না। সে যাই হোক, সমালোচকদের জবাব দিতে শান্ত নিজেই এগিয়ে এসেছে।’
রাসেল ডমিঙ্গোর বিদায়ে এখন হেডকোচহীন দেশের ক্রিকেট। তবে বিশ্বকাপের বছর নতুন কোচ এসে দলের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না বলেই বিশ্বাস টাইগার নির্বাচকের।
বাশার বলেন, ‘এ দলটা মোটামুটি ঘোচানো। যিনি কোচ হয়ে আসবেন, তার হাতে যথেষ্ট সময় থাকবে বিশ্বকাপের পরিকল্পনা করতে। আর আসরটা যেহেতু ভারতে, আমাদের চেনা-জানা কন্ডিশনে, তাই কৌশলে খুব বেশি পরিবর্তন করতে হবে না। যিনি আসবেন তৈরি দলই পাবেন।’