ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর কোনো ক্লাব পাচ্ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তখনই রব উঠে, পর্তুগিজ তারকা ফুরিয়ে গেছেন। কিন্তু বৃহস্পতিবারও (১৯ জানুয়ারি) লিওনেল মেসি-নেইমার-এমবাপ্পেদের সমন্বয়ে গড়া পিএসজির বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। এরপরই রোনালদোভক্ত বিরাট কোহলি সরব হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শুক্রবার (২০ জানুয়ারি) ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন কোহলি। সেখানে তিনি লিখেছেন, ‘৩৮ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে দাপিয়ে বেড়াচ্ছে। বসে বসে লোকের নজরকাড়া ও খবরে থাকার জন্য প্রতি সপ্তাহে ওর সমালোচনা করা ফুটবল বিশেষজ্ঞরা এখন মুখে কুলুপ দিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা ক্লাবের বিরুদ্ধে এমন পারফর্ম্যান্স দেখে মুখ বন্ধ তাদের। এরপরেও বলা হয় ও নাকি ফুরিয়ে গেছে।’

Suggested Post :  মেসির বার্সা ছাড়ার খবরে নেইমার কী বললেন?

শক্তিশালী পিএসজির বিপক্ষে রোনালদো গোল দুটো করেন ম্যাচের ৩৪ ও ৪৫ মিনিটে। এরমধ্যে তার প্রথম গোলটি ছিল পেনাল্টি থেকে। যদিও পুরো ম্যাচে খেলতে পারেননি তিনি। ৬০ মিনিটে কেইলর নাভাসের সঙ্গে সংঘর্ষ হলে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। রোনালদোর বদলি হিসেবে তখন নামেন ম্যাথিউস পেরেইরা।

রোনালদোর জোড়া গোলের ম্যাচে লিওনেল মেসি করেন এক গোল। তাতে পিএসজি জয় পায় ৫-৪ গোলের ব্যবধানে। পিএসজির হয়ে অন্য চারটি গোল করেন মারকুইনহোস, রামোস, এমবাপ্পে ও হুগো ইকিতিকে। রিয়াদ একাদশের অন্য দুটি গোল আসে জাং হুন ও তালিস্কার পা থেকে।