দুই বছর পর ফুটবলের সবুজ আঙিনায় মুখোমুখি লড়াইয়ে দেখা হলো লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর। যতক্ষণ খেললেন মুগ্ধতা ছড়ালেন। জালের দেখা পেলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা, সৌদি আরবের ফুটবলে অভিষেকে জোড়া গোল করলেন পর্তুগিজ ফরোয়ার্ড। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে তার দল যদিও পেল হারের স্বাদ।

সৌদি আরবের দুই ক্লাব আল নাস্‌র ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া দল রিয়াদ অল স্টার্স একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে বৃহস্পতিবার ৫-৪ গোলে জিতেছে পিএসজি। রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেছে প্যারিসের দলটি।

পিএসজির হয়ে একটি করে গোল করেন মেসি, কিলিয়ান এমবাপে, সের্হিও রামোস, মার্কিনিয়োস ও উগো একিতিকে। পেনাল্টি মিস করে স্কোরশিটে নাম তোলার সুযোগ হারান নেইমার।

Suggested Post :  বিশ্বকাপ: শক্তিশালী তিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, দেখেনিন চূড়ান্ত সময়সূচি

রিয়াদ সেশন কাপ নামের ম্যাচটি শুরুর আগে পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফির সঙ্গে মাঠে দেখা যায় বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনকে।

উৎসবের আবহে শুরু হওয়া ম্যাচে তৃতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। নেইমারের দারুণ পাস বক্সে পেয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন মেসি।

ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পান রোনালদো। সতীর্থের থ্রু বল ধরে এগিয়ে বক্সের বাইরে থেকে পর্তুগিজ মহাতারকার বাঁ পায়ের শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক কেইলর নাভাস।

Suggested Post :  অবিশ্বাস্য হলেও সত্যি বার্সেলোনা-পিএসজি কাঁপিয়ে মেসি এবার ভারতে

দ্বাদশ মিনিটে আরেকটি সুযোগ পায় অল স্টার্স। রোনালদোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইস গুস্তাভোর শট আটকে দেন নাভাস।

তিন মিনিট পর অল স্টার্সের গোলরক্ষক মোহামেদ আল-ওয়াইসের দৃঢ়তায় ব্যবধান দ্বিগুণ হয়নি। আশরাফ হাকিমির ক্রস দূরের পোস্টে পেয়ে নেইমারের প্রচেষ্টা ঠেকিয়ে দেন সৌদি আরবের এই গোলরক্ষক। একটু পর ওয়ান-অন-ওয়ানে হুয়ান বের্নাতের শটও এগিয়ে এসে রুখে দেন তিনি।

২৫তম মিনিটে মেসির দারুণ পাস ধরে বল জালে পাঠান এমবাপে, তবে অফসাইডের কারণে গোল মেলেনি। পরের মিনিটে মেসির শট উড়ে যায়।

PSG 5-4 RIYADH XI