বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের অভাব নেই। কোটি কোটি ফুটবল প্রেমী রয়েছে এদেশে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করে। সেই দলটি যদি বাংলাদেশে আসে তাহলে তো ভক্তদের উন্মাদনা সৃষ্টি হওয়ারই কথা।

এমনটা হয়েছিল একদিন আগে। বাফুফের একজন কর্মকর্তা যখন প্রকাশ্যেই জানিয়ে দেন যে, জুনে আর্জেন্টিনা বাংলাদেশে আসবে, সকল কথাবার্তা এগিয়েছে। এখন প্রতিপক্ষ কারা হবে সেটা নিয়ে কাজ করছে- তখন তো উন্মাদনা সৃষ্টি হওয়ারই কথা।

Suggested Post :  মাত্র পাওয়াঃ ব্রাজিলের দানি আলভেজ স্পেনে গ্রেফতার

কিন্তু একদিনের ব্যবধানে সেই উন্মাদনা যেন পানিতে মিলিয়ে গেছে। শীতের তীব্রতায় সেটা জমে বরফ হয়ে গেছে। বাফুফের কর্মকর্তারাও সেই বরফে যেন শক্ত হয়ে গেছে।

আর্জেন্টিনা যে বাংলাদেশে আসার কথা দিয়েছে বা আসবে- এমনটা খোদ আর্জেন্টিনা’ই জানে না। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে বাংলাদেশে সফর নিয়ে কোন আলোচনাই হয়নি।

Suggested Post :  মেসি বনাম নেইমার মাঠে নামছে দুই পরাশক্তি; দেখেনিন সময়সূচী