সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। বুধবার (১৮ জানুয়ারি) অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

শুভমান ডাবল সেঞ্চুরি করেছেন ২৩ বছর ও ১৩২ দিন বয়সে। বাংলাদেশের বিপক্ষে গত বছর কিশান ডাবল সেঞ্চুরি করেছিলেন ২৪ বছর ও ১৪৫ দিন বয়সে। এই তালিকায় তিন নম্বরে আছেন রোহিত শর্মা। ভারতীয় ক্যাপ্টেন ডাবল সেঞ্চুরি করেছিলেন ২৬ বছর ও ১৮৬ দিন বয়সে।

শনিবার (১৮ জানুয়ারি) নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রানের বড় সংগ্রহ পায় ভারত। এদিন শুধু ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েই ক্ষান্ত হননি ওপেনার শুভমান গিল, হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। সেই সঙ্গে পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের হাজার রান।

Suggested Post :  ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পাচ্ছেন বিজয়; সুখবর দিল বিসিবি

ভারতের জার্সিতে ডাবল সেঞ্চুরি হাঁকানো পঞ্চম ব্যাটার শুভমান গিল। ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড শচীন টেন্ডুলকারের। এই কিংবদন্তির পর গিলসহ আরও চার ভারতীয় ক্রিকেটার হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। এই তালিকায় আরও আছেন বিরেন্দর শেবাগ, রোহিত শর্মা ও ইশান কিশান । এদের মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড রোহিত শর্মার।

Suggested Post :  আবারও উইকেট তুলে নিলেন তাইজুল, দেখেনিন সর্বশেষ স্কোর

এদিন অল্পের জন্য ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাজার রানের রেকর্ড হাতছাড়া হয়েছে গিলের। ১০০০ রান পূর্ণ করতে ১৯টি ইনিংস খেলতে হয়েছে এই ২৩ বছর বয়সি ব্যাটারকে। ১৮ ইনিংসে হাজার রান পূর্ণ করে এই রেকর্ডটি নিজের দখলে রেখেছেন পাকিস্তানি ব্যাটার ফখর জামান। গিলের সমান ১৯ ইনিংসে হাজার রান পূর্ণ করেছেন আরেক পাকিস্তানি ব্যাটার ইমাম উল হকও। তবে তার তুলনায় গিল সময় নিয়েছেন বেশি। ইমাম উল হক হাজার রান পূর্ণ করেছেন সময়ের হিসেবে ১ বছর ৯৯ দিনে। অন্যদিকে গিলের লেগেছে ৩ বছর ৩৫২ দিন।