৯টি আঙুল থাকলে তা নিয়েই খেলার চেষ্টা করব’- আঙুলের চোটের প্রসঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচের পর বলেছিলেন নুরুল হাসান সোহান। যে কোনো অবস্থায় খেলা চালিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষাই ফুটে উঠেছিল তাতে। কিন্তু ক্রিকেটীয় বাস্তবতায় তো সেরা সম্ভব নয়! আঙুলের ব্যথা নিয়ে খেলা চালিয়ে খেলেও রংপুর রাইডার্স অধিনায়ক ছিটকে গেলেন শরীরের এক পাশের ব্যথায়।

সাইড স্ট্রেইনের কারণে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে নেই সোহান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার এই ম্যাচে রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন শোয়েব মালিক। সোমবার রংপুরের অনুশীলনেই সোহানের চোখেমুখে স্পষ্ট ছিল ব্যথার ছাপ। বারবার শরীরের পাশে হাত দিচ্ছিলেন তিনি। ওই ব্যথা নিয়ে নেটে তিন বল ব্যাটিং করেন রংপুর রাইডার্সের অধিনায়ক। কিন্তু তীব্রতা বাড়তে থাকায় বেরিয়ে যান নেট থেকে।

Suggested Post :  ৬ ছক্কা হাকিয়ে ১৩ বলে ফিফটি দেখলো বিপিএল; চোখ কপালে ওঠার মত (ভিডিও)

কিছুক্ষণ পর তিনি ফের ঢুকতে চান নেটে। এবার তাকে থামান দলের প্রধান কোচ সোহেল ইসলাম। হতাশায় তখন ব্যাট ছুড়ে মারতে দেখা যায় তাকে। সতর্কতার অংশ হিসেবে দলের বাকিদের আগেই অধিনায়ককে টিম হোটেলে পাঠিয়ে দেয় রংপুর ম্যানেজমেন্ট। পরে জানা যায়, সাইড স্ট্রেইনে ভুগছেন রংপুর অধিনায়ক।

মঙ্গলবার টসের সময় সোহানের চোটের কথা জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মালিকও। “দুর্ভাগ্যজনকভাবে আমাদের অধিনায়ক আজকে খেলতে পারছে না। শরীরের পাশে টান লাগায় ভুগছে সে। আশা করি দ্রুত সেরে উঠবে।”

Suggested Post :  হ্যাটট্রিক-ম্যান মৃত্যুঞ্জয় মাশরাফিকে নিয়ে বোমা ফিটিয়ে যা বললেন

রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিমের আশা, খুব বেশি সময় বাইরে থাকতে হবে না তাদের অধিনায়ককে। “সোহানের চোট মৃদু। কিছু দিন বিশ্রামে থাকতে হবে। আশা করি দ্রুতই মাঠে ফিরতে পারবেন তিনি।” খুলনার বিপক্ষে ম্যাচে সোহানের জায়গায় কিপিংয়ের দায়িত্ব সামলাবেন পারভেজ হোসেন ইমন।

এই ম্যাচের একাদশে নেই পেসার রবিউল হকও। আগের ম্যাচে ২২ রানে ৪ উইকেট নিয়ে জয়ের নায়ক ছিলেন তিনি। তাকে বাইরে রাখার কারণও জানালেন শানিয়ান। “আজকের ম্যাচে রবিউলকে টিম কম্বিনেশনের কারণে রাখা হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে বলতে পারেন।”