বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে খুলনা টাইগার্স দলের হয়ে খেলছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তামিম ইকবাল ছাড়াও এই দলে রয়েছেন একাধিক দেশি এবং বিদেশি তারকা ক্রিকেটার। কিন্তু বিপিএলে এখনো পর্যন্ত জয়ে মুখ দেখা পায়নি খুলনা।

নিজেদের চতুর্থ ম্যাচে আজ তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ দুপুর ১ঃ৩০ মিনিটে। টুর্নামেন্টের টিকে থাকতে হলে অবশ্যই ১২ টি ম্যাচের মধ্যে কমপক্ষে সাতটি ম্যাচে জয়লাভ করতে হবে প্রতিটি দলকে।

Suggested Post :  প্রথম দিনের খেলা শেষে দেখেনিন বিপিএলের পয়েন্ট টেবিল

সে ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে খুলনা। ইতিমধ্যেই তারা খেলে ফেলেছে তিনটি ম্যাচ। বাকি রয়েছে আর মাত্র ৯ টি ম্যাচ। প্লে অফ নিশ্চিত করতে হলে পরবর্তী ৯টি ম্যাচের মধ্যে সাতটি ম্যাচে জয়লাভ করতে হবে খুলনাকে।

যেখানে আজ তাদের প্রথম চ্যালেঞ্জ রংপুর রাইডার্স। আজ হেরে গেলে প্লে অফ থেকে এক প্রকার ছিটকে পড়বে খুলনা টাইগার্স। বিপিএলে এখনো নিজের ছন্দ ফিরে পায়নি তামিম ইকবাল। অফ ফর্মে ভুগছেন ইয়াসির আলী, সাব্বির রহমান। বিদেশী ক্রিকেটারদের মধ্যে এখনো যোগ দেননি দাসুন শানাকা, ফখর জামান, অ্যান্ড্রু বালবার্নি, নাসিম শাহ।

Suggested Post :  এবার সিলেটের উইকেট নিয়ে বোমা ফাটালেন মোসাদ্দেক

স্কোয়াড: তামিম ইকবাল, আজম খান, ওয়াহাব রিয়াজ, আভিষ্কা ফার্নান্ডো, নাসিম শাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির আলী (অধিনায়ক), নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, দাসুন শানাকা, পল ফন মিকেরেন, শফিকুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান, শারজিল খান, ফখর জামান, অ্যান্ড্রু বালবার্নি।