বৃষ্টির সঙ্গে ক্রিকেটের সম্পর্কটা সব সময়ই বেরসিক। বৃষ্টি আইন নিয়েও আছে বহু বিতর্ক। সেই বৃষ্টির ঝামেলা এড়াতে অস্ট্রেলিয়ায় তৈরি করা হয়েছিল মারভেল স্টেডিয়াম। এই স্টেডিয়ামের পুরো অংশই ছাদ দিয়ে ঢাকা। ছাদে ঢাকা এই স্টেডিয়াম নিয়েও কিন্তু বিতর্ক কম হয়নি।
গতকাল মেলবোর্ন ডার্বিতে তো মারভেল স্টেডিয়ামের ছাদে দুবার বল লাগিয়ে ‘ছক্কা’ অর্থাৎ ১২ রান পেয়েছে মেলবোর্ন স্টারস। অথচ দুটি বলই ছাদে লেগে ৩০ গজ বৃত্তের মধ্যেই পড়ে। ম্যাচ শেষে তাই ম্যাচের ফল ছাপিয়ে বিগ ব্যাশের এই নিয়ম নিয়ে হচ্ছে জোর আলোচনা। সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহ তো বলেই দিয়েছেন বিগ ব্যাশের এ নিয়মটা ঠিক নয়। ডার্বিতে অবশ্য মেলবোর্ন স্টারসকে ৬ রানে হারিয়েছে মেলবোর্ন রেনেগেডস।
ম্যাচে স্টারসের দুই ব্যাটসম্যান জো ক্লার্ক ও বেউ ওয়েবস্টার দুজনেরই একটি করে শটে ছাদে বল লেগে যায় এবং তা ৩০ গজ বৃত্তের ভেতরেই পড়ে। বাউন্ডারি পার করতে না পারলেও নিয়মের ফেরে দুটি শটে ১২ রান দিতে হয়েছে আম্পায়ারকে। ওয়েবস্টারের শটে বল যখন ছাদে লাগে, তখন স্টারসের প্রয়োজন ছিল ৫ ওভারে ৩৬ রান। শেষ পর্যন্ত ৬ রানে স্টারস হেরে গেলেও এই নিয়ম ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারতো। এ কারণেই মূলত চটেছেন মার্ক ওয়াহ, ‘এটা কখনোই ছয় হতো না।
এ রকম হলে অন্তত ডেড বল দেওয়া উচিত, ছক্কা নয়। তারা আউট হতেও পারত। এ ছাড়া এমন ম্যাচে ১২ রান বড় পার্থক্য গড়ে দেয়।’ বিগ ব্যাশের নিয়ম অনুযায়ী, বল ছাদের যে অংশেই লাগুক না কেন, তা ছক্কা বলে গণ্য করা হবে। মার্ক ওয়াহর মতে, আগে থেকে সিদ্ধান্ত না নিয়ে, বল ছাদে লাগলে আম্পায়ারেরই সিদ্ধান্ত নেওয়া উচিত, ‘যদি মনে হয় এটা ছয় হওয়ার মতো না, তাহলে সেটা ছক্কা দেওয়া উচিত নয়। এটা হাস্যকর। যদি ব্যাটসম্যান বল আকাশে তুলে দেয়,
Beau Webster sends ANOTHER one into the Marvel Stadium roof – and that'll be another SIX runs!! 🤯#BBL12 pic.twitter.com/3YdMNv0cLv
— KFC Big Bash League (@BBL) January 14, 2023
তাহলে সেটা আউট দেওয়া উচিত। কিন্তু এখানে সেটা ছক্কা দেওয়া হয়েছে। আমার মনে হয়, এটা পরিবর্তন করা উচিত।’