এবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। এর মধ্য দিয়ে ভেঙে দিয়েছেন শচীন টেন্ডুলকারের দুই রেকর্ড। ছুঁয়েছেন রিকি পন্টিংকেও। আজ রবিবার ১৫ জানুয়ারি টস জিতে ব্যাট করতে নামা ভারত ৯৫ রানে রোহিত শর্মার উইকেট হারায়। এরপর কোহলি মাঠে নামেন। সাবলিল ব্যাটিং করে ৪৮ বলে ৫ চারে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন।

এরপর ৮৫ বলে ১০টি চার ও ১ ছক্কায় পূর্ণ করেন ক্যারিয়ারের ৪৬তম সেঞ্চুরি। যা দেশের মাটিতে তার ২১তম সেঞ্চুরি। আর শ্রীলঙ্কার বিপক্ষে দশম। এর মধ্য দিয়ে কোহলি ভেঙে দিয়েছেন একক কোনো দলের বিপক্ষে শচীনের করা সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। শচীন অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৯টি সেঞ্চুরি করেছিলেন।

Suggested Post :  Ind vs Sl : ভারতকে ‘লজ্জা দেওয়া’ সেই লংকান পেলেন সুখবর

কোহলিও অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯টি সেঞ্চুরি করে যৌথভাবে শচীনের সাথেই ছিলেন। কিন্তু আজ শ্রীলঙ্কার বিপক্ষে ১০টি সেঞ্চুরি করে ছাড়িয়ে যান লিটল মাস্টারকে। হয়ে যান একমাত্র ব্যাটসম্যান যিনি একটি দলের বিপক্ষে সর্বোচ্চ ১০টি সেঞ্চুরি হাঁকিয়েছে। পাশাপাশি কোহলি ভেঙে দেন শচীনের ঘরের মাঠে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১১৩ রানের ইনিংস খেলে কোহলি ছুঁয়েছিলেন ঘরের মাঠে শচীনের করা ২০ সেঞ্চুরির রেকর্ড। আজ আরও একটি সেঞ্চুরি করে ছাড়িয়ে যান তাকে। শচীনের দুই রেকর্ড ভাঙার পাশাপাশি ভারতের সাবেক অধিনায়ক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের একটি রেকর্ডও।

Suggested Post :  আফ্রিকান টি২০ লীগের প্লেয়ার ড্রাফটে বাংলাদেশের ১ তরুন দেখেনিন ভিত্তিমূল্য

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ওয়ানডেতে ৪৬টি সেঞ্চুরি করেছিলেন। কোহলিও আজ করলেন ৪৬তম সেঞ্চুরি। আজ অবশ্য তাকে আউট করতে পারেননি শ্রীলঙ্কার বোলাররা। ১১০ বল খেলে ১৩টি চার ও ৮ ছক্কায় ১৬৬ রানে অপরাজিত থাকেন কোহলি।