আলেহান্দ্রো গারনাচোর পাস থেকে মার্কাস রাশফোর্ড যখন ম্যানচেস্টার ইউনাইটেডের দ্বিতীয় গোলটা করলেন, টেলিভিশন ক্যামেরা ঘুরে গেল ভিআইপি গ্যালারিতে বসে থাকা এক প্রবীণের দিকে। চুইঙ্গাম চাবাচ্ছেন ভদ্রলোক, মুখে এক চিলতে হাসি। স্যার অ্যালেক্স ফার্গুসন।
ম্যাচ শেষেও হয়তো সেই হাসিটা ধরে রেখেই মাঠ ছেড়েছেন ইউনাইটেডের সাবেক স্কটিশ কোচ। হয়তো ড্রেসিং রুমে গিয়েও উৎসাহ দিয়েছেন ইউনাইটেডের খেলোয়াড়দের। নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দ্বৈরথে জয় বলে কথা, সেটাও আবার পিছিয়ে পড়ে। ১-০ গোলে এগিয়ে যাওয়া ম্যানচেস্টার সিটির জালে ৭৮ থেকে ৮২-এই চার মিনিটের মধ্যে দুই গোল দিয়ে ইউনাইটেড ম্যাচ জিতেছে ২-১ ব্যবধানে। জমিয়ে তুলেছে প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষ চারের লড়াই। কে জানে, হয়তো কিছুটা প্রলেপ পড়েছে এই সিটির কাছেই গত বছর অক্টোবরে দুঃসহ সেই হারের স্মৃতিতেও।
বিস্তারিত আসছে…