বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নাম লেখালেন পাকিস্তানের তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে ঢাকা থেকে শনিবার দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রামে এসে গেলেন তিনি।

বিপিএলে শনিবারের প্রথম ম্যাচেই কুমিল্লা লড়বে ফরচুন বরিশালের বিপক্ষে।

দুপুর ১.৩০ মিনিটে চট্টগ্রামে গড়ানো এই ম্যাচটিতে খেলতেই রিজওয়ান গেলেন হেলিকপ্টারে। এর আগে দলটির হয়ে খেলতে এসেছিলেন ডাভিড মালান, মোহাম্মদ নবী, এবং ফজল হক ফারুকী। যদিও এই তিন ক্রিকেটার কুমিল্লার হয়ে দুই ম্যাচ খেলেই আবার ফিরে গেছেন।

Suggested Post :  মাশরাফি ভক্তদের জন্য দারুন সুখবর

এরপর কয়েকদিন আগে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছিলেন আবরার আহমেদ, হাসান আলি এবং চাডউইক ওয়ালটন। এবার তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান যোগ দিলেন তিন বারের চ্যাম্পিয়নদের দলে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

সরাসরি চুক্তিতে: মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), শাহীন আফ্রিদি (পাকিস্তান), হাসান আলি (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), মোহাম্মদ নবি (আফগানিস্তান), আবরার আহমেদ (পাকিস্তান)।

ড্রাফট থেকে দেশি: লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুজ্জামান, জাকের আলি অনিক, সৈকত আলি, আবু হায়দার রনি, নাঈম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ।

Suggested Post :  শুরু হচ্ছে বিপিএল; উদ্ভদনী ম্যাচে মাঠে নামছেন ৪ শক্তিশালী দল

ড্রাফট থেকে বিদেশি: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ)।