বিশ ওভারের ক্রিকেটের পরের বিশ্বকাপ দুই বছর পর, সেই লক্ষ্যেই যেন দল গুছিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে ভারত। অন্তত নিউ জিল্যান্ডের বিপক্ষে আসছে সিরিজের জন্য তাদের দল গঠনে তেমনই আভাস মিলছে। সবচেয়ে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বাইরে রেখে স্কোয়াড ঘোষণা করেছে তারা।
আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান লোকেশ রাহুলও দলে নেই। নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও নেই এই ওপেনার। আর পারিবারিক কারণে দুই সিরিজের কোনোটিতেই খেলতে পারবেন না আকসার প্যাটেল।
আগামী ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি সময়ের মধ্যে রাঁচি, লক্ষ্ণৌ ও আহমেদাবাদে হবে তিন ম্যাচের সিরিজটি। এতে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এ মাসের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও দলের অধিনায়ক ছিলেন তিনি। আসছে সিরিজে সূর্যকুমার যাদব থাকবেন তার ডেপুটি।
অবশেষে সম্প্রতি রঞ্জি ট্রফিতে আসামের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে ৩৮৩ বলে ৩৭৯ রানের ইনিংস খেলে নজর কাড়েন পৃথ্বি; প্রথম শ্রেণির ক্রিকেটে যা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে দল: রোহিত শর্মা, শুবমান গিল, ইশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়ার আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভারত, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চেহেল, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ইশান কিষান, রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, দিপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চেহেল, আর্শদিপ সিং, উমরান মালিক, শিভাম মাভি, পৃথ্বি শ, মুকেশ কুমার।