বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই নেইমার জুনিয়রের পিএসজি ছাড়ার গুঞ্জন উঠছে। যদিও ব্রাজিলিয়ান এই তারকা কিছুদিন আগেই ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন।

এই গুঞ্জন এবার আরও ভারি হলো নেইমারের বাবার কথায়।
সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোতে যোগ দিয়েছেন দেশটির ফুটবলার গারসন।

তার বাবা মার্কাওয়ের সঙ্গে এক পডকাস্টে নেইমারের বাবা ক্লাব ছাড়ার এই ইঙ্গিত দেন। যদিও সরাসরি কিছু বলেননি, তবে তার কথায় কিছুটা হলেও বুঝা গেছে যে নেইমার ক্লাব ছাড়তে পারেন।

Suggested Post :  কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনা খেলবে দুই আমেরিকান দলের বিপক্ষে

গারসনের সঙ্গে নেইমার খেলবেন কি না? এই প্রশ্নের উত্তরে নেইমার সিনিয়র বলেন, ‘সে (নেইমার জুনিয়র) গারসনের সঙ্গে ফ্লামেঙ্গোতে খেলবে? এটা হয়তো সম্ভব…. হ্যাঁ সম্ভব। তবে এটা শুধু ব্রাজিলের জাতীয় দলেই সম্ভব। ’

‘ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। কিন্তু নেইমার পিএসজির সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করেছে। যা ২০২৭ পর্যন্ত থাকছে। সে সবেমাত্র নবায়ন করেছে, তাই এটা এখন বলা কঠিন। ’

Suggested Post :  ব্রেকিং নিউজঃ আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে যুবকের মৃ’ত্যু

কয়েকদিন আগেই কোপা লিবার্তোদোরেস জেতা ফ্লামেঙ্গো লাতিন আমেরিকার সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করছে। যদিও নেইমারের লম্বা সময়ের জন্য পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে। তবে চুক্তির মেয়াদ শেষ হলে ঘরের ক্লাবে আসতেই পারেন।