২০২২ ফিফা বর্ষসেরা প্লেয়ার নির্বাচনের জন্য ১৪ জনের তালিকা প্রকাশ করেছে ফিফা। এই ১৪ জনের মধ্য থেকে একজন হবেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়।

ফিফার প্রকাশিত এই তালিকায় রয়েছে বড় বড় সব নাম। তবে সেই সঙ্গে রয়েছে কিছু চমক। ফিফার প্রকাশিত ১৪ সদস্যের এই তালিকায় যারা রয়েছে তারা হচ্ছে:-

১. জুলিয়ান আলভারেজ

২. করিম বেনজামা

৩. কেভিন ডি ব্রুইন

Suggested Post :  মাত্র পাওয়াঃ কোপা আমেরিকায় একই গ্রুপে আর্জেন্টিনা-ব্রাজিল

৪. আর্লিং হালান্ড

৫. আশরাফ হাকিমি

৬. ভিনিসিয়াস জুনিয়র

৭. রবার্ট লেভানদস্কি

৮. সাদিও মানে

৯. কিলিয়ান এমবাপ্পে

১০. লিওনেল মেসি

১১. লুকা মড্রিচ

১২. নেইমার জুনিয়র

১৩. মোহাম্মদ সালাহ

১৪. বেলিংহাম