ফিফা বর্ষসেরা গোলকিপার নির্বাচনের জন্য ৫ জন গোলকিপারকে মনোনীত করেছে ফিফা। পাঁচ জনের এই সংক্ষিপ্ত তালিকাতে রয়েছে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পথে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই আর্জেন্টাইন গোলকিপারের।

ফিফা বর্ষসেরা গোলকিপারের জন্য এমিলিয়ানো মার্তিনেজের সঙ্গে আরও যারা মনোনীত হয়েছেন তাদের মধ্যে আছেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবু কর্তোয়া।

Suggested Post :  নেইমারকে সুলভ মূল্যে বিক্রি করে দিচ্ছে পিএসজি!

এছাড়া আছেন সেভিয়ার গোলকিপার ইয়াসিন বুনো এবং ব্রাজিলিয়ান দুজন গোলকিপার এডারসন ও অ্যালিসন বেকার।