আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) প্রকাশিত সবশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়েছেন টাইগার ব্যাটার লিটন দাস। তার পেছনে থাকা অজি ব্যাটার উসামন খাজা এগিয়েছেন চার ধাপ।

বুধবার (১১ জানুয়ারি) আইসিসির প্রকাশিত টেস্ট র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে লিটন অবস্থান করছেন ১২তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৭০২। অন্যদিকে তার পেছনে থাকা খাজা ৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন আটে। ৯২৯ রেটিং পয়েন্ট নিয়ে এ সংস্করণের শীর্ষেই আছেন মার্নাস লাবুশেন।

ক্যারিয়ার সেরা টেস্ট র‌্যাঙ্কিং নিয়ে ২০২২ সালটা শেষ করেছিলেন লিটন দাস। তার আগে বাংলাদেশের কোনো ব্যাটারই সাদা পোশাকে ব্যাটারদের তালিকায় অবস্থান করতে পারেননি সেরা ১১-তে।

Suggested Post :  চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ

এদিকে চলতি বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯৫ রানের অপরাজিত ইনিংস খেলে চমক দেখিয়েছেন অজি ব্যাটার উসমান খাজা। সিডনিতে দুর্দান্ত সে ইনিংস খেলে খাজা শুধু লিটনকেই টপকে যাননি একে একে পেছনে ফেলেছেন ড্যারিল মিচেল, রোহিত শর্মা ও দিমুথ করুনারত্নকে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্ট র‌্যাঙ্কিংয়ে লিটনের পরের অবস্থানে আছেন মুশফিকুর রহিম। একধাপ পিছিয়ে তিনি অবস্থান করছেন ২৪তম স্থানে।

সাদা পোশাকে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন অজি পেসার প্যাট কামিন্স। বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ ২৭তম স্থানে আছেন স্পিনার তাইজুল ইসলাম। তার পরেই অবস্থান করছেন মেহেদী হাসান। দুজনেই এগিয়েছেন একধাপ করে।

Suggested Post :  ৪ ওভারে ১০ রানে ৪ উইকেট! সচিন-পুত্রের দাপট, এবার জাতীয় দলে সুযোগের অপেক্ষা

টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৩৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা। ৩২৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে করা শতকে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলি এগিয়েছেন দুই ধাপ। ৭২৬ রেটিং নিয়ে তার অবস্থান এখন ছয়ে। একমাত্র ব্যাটসম্যান হিসেবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম আছেন তিন সংস্করণের ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে। অন্যদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিজের দখলে রেখেছেন সাকিব আল হাসান।