বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজের প্রথম ওভারে রাজস্থানের হয়ে অ’ভিষেক উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। এর আগের দিন দুটি উইকেট শিকারের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেননি মুস্তাফিজ। তবে আজ রান কম দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য ত্রাস হয়ে উঠেছিলেন তিনি।




আজ বৃহস্পতিবার সপ্তম ওভারে নিজের প্রথম স্পেল করেন মোস্তাফিজ। ওই ওভারে মাত্র ১ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ১ উইকেট। নিজের দ্বিতীয় ওভারেও তিনি উইকেট পেতে পারতেন; কিন্তু ফিল্ডার ক্যাচ নিতে না পারায় সেটি হয়নি।




এরপর ১২ তম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে এক ওভার বোলিং করে রান দিয়েছেন ৮টি। ১৭ ও ১৯তম ওভারে মোস্তাফিজ তৃতীয় স্পেল দিয়ে কোট পূর্ণ করেন। ওই দুই ওভারে ২০ রান দিয়ে তুলে নেন একটি উইকেট। সবমিলিয়ে ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে মোস্তাফিজ দুই উইকেট পান।




এদিকে প্রথম ওভারে মোস্তাফিজের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে বাংলায় টুইট করে রাজস্থান রয়্যালস। তারা লিখেছে, ‘পয়লা তে পয়লা, এই তো চাই!’ এরপর ইংরেজিতে লিখেছে ‘প্রথম ওভারেই রাজস্থানের হয়ে প্রথম উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ’




অন্যদিকে রাজস্থানের টুইটে উচ্ছ্বাস প্রকাশ করে ভারতের ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বি’ষয়ক লেখক বোরিয়া মজুম’দার কমেন্টে লিখেছেন, ‘দারুণ! খুবই ভালো লাগছে বাংলায় টুইট দেখে!’




তাছাড়্রা ১ম উইকেট তুলে নেওয়ার আগের বলটির সুইং দেখে হতবাক হয়ে যান ধারাভাষ্যকাররা। তার কব্জির মোচড়ে বোলিং করা দেখে এক জন বললেন মুস্তাফিজ হলো “বাহাতি মুরালিধারন”। অপর দিকে আরেক জন বলেন তার কব্জিতে মনে হয় ২টি জয়েন্ট রয়েছে। এভাবেই প্রশংসায় ভাসিয়েছে মুস্তাফিজকে।
Mustafizur Rahman's 2 Wickets Against Delhi Capitals | 7th Match |Indian Premier League 2021 pic.twitter.com/F3YETi3J7C
— Cricket Lover (@NehaKum97893255) April 16, 2021