বিপিএলের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচ রাঙিয়ে মাঠ ছাড়ল নুরুল হাসান সোহানের দল।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর সংগ্রহ করে ৫ উইকেটে ১৭৬ রান। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই সবকটি উইকেট হারিয়ে কুমিল্লা সংগ্রহ করে ১৪২ রান। কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়া সৈকত আলি ১৬, মোসাদ্দেক হোসেন ১৫ এবং জাকির আলি অনিক করেন রান।।

Suggested Post :  চমক দিয়ে ফাইনাল সেরা ক্রিকেটাররের নাম ঘোষণা

রংপুরের হয়ে হাসান মাহমুদ ৩ উইকেট সংগ্রহ করেন। এছাড়া ২ উইকেট করে সংগ্রহ করেন সিকান্দার রাজা এবং রবিউল হক।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরের ওপেনার রনি তালুকদারের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় দলটি। ৩১ বলে ৬৭ রান করে রনি ফেরার পর শোয়েব মালিক এবং নাইম শেখ বড় সংগ্রহের দিকে নিয়ে যায় রংপুরকে।

Suggested Post :  সাকিবের সমআলোচনার পাল্টা জবাব দিলো বিসিবি!

তবে নাইম ২৯ এবং মালিক ৩৩ রান করে ফিরলে শেষ দিকে সোহানের ১৯ রানে ১৭৬ রানের বড় সংগ্রহ পায় রংপুর। কুমিল্লার হয়ে মুস্তাফিজুর রহমান, খুশদীল শাহ, ফজল হক ফারুকী এবং মোসাদ্দেক হোসেন নেন ১ টি করে উইকেট।