ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের দিন সার্জিও আগুয়েরোর ওপর রাগ করেছিলেন লিওনেল মেসি। ট্রফি জেতায় উদযাপনের অংশ হিসেবে আগুয়েরো অতিরিক্ত মদ্যপান করাই ছিল মেসির ক্ষোভের মূল কারণ।

রাগ করে আগুয়েরোকে নাকি ধমকও দেন এলএমটেন। টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে এ তথ্য জানান আগুয়েরো।

তিনি বলেন, ‘আমি সেদিন অনেক মদ পান করেছিলাম। যে কারণে মেসি আমার ওপর রেগে গিয়েছিল। ও আমাকে বলেছিল, বন্ধ করো এসব।’

Suggested Post :  অবশেষে নিজের জাত চেনাতে, এবার আর কোনো ভুল করেনি মেসি!

বিশ্বকাপ জিতলে যে কেউই বাঁধভাঙা উল্লাস করবে। সেখানে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে ৩৬ বছর পর। তাই আগুয়েরোর উল্লাসকে স্বাভাবিকই ধরে নেয়া যায়। উল্লাস নিয়ে আপত্তি না থাকলেও মেসি রাগ ঝাড়েন বেশি মদ পান করায়।