সাকিব আল হাসান চাইলে সামনের বছর থেকেই বিপিএলের প্রধান নির্বাহী হিসেবে কাজ করতে পারেন, জানিয়ে দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।
বিপিএল পরিচালনার দায়িত্বে থাকা এই কমিটির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বললেন, বিপিএল নিয়ে সাকিবের নেতিবাচক নানা মন্তব্য টুর্নামেন্টের প্রচারণার জন্যই ভালো।
বরাবরের মতোই নানা অব্যবস্থাপনা ও অসঙ্গতিকে সঙ্গী করেই শুক্রবার শুরু হয়েছে বিপিএলের নবম আসর। টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে বিস্ফোরক সব মন্তব্যে আলোড়ন ফেলে দেন সাকিব।
বিপিএল আয়োজনের নানা ঘাটতি ও দুর্বলতা নিয়ে কড়া সমালোচনা করে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক জোর দিয়ে বলেন, তাকে প্রধান নির্বাহীর দায়িত্ব দিলে দুই-এক মাসের মধ্যে সব ঠিকঠাক করে ফেলবেন।
পরে বৃহস্পতিবার সাকিবের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, বিপিএলকে বলেন ‘হ-য-ব-র-ল’ টুর্নামেন্ট।