
বিপিএলে ১ম ম্যাচে চট্রগ্রামকে হারিয়ে চমক সিলেটের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর প্রথম ম্যাচে তারুণ্যনির্ভর চট্টগ্রামকে পাত্তাই দেয়নি মাশরাফি-মুশফিকের অভিজ্ঞ সিলেট দল। ব্যাট ও বল হাতে রীতিমতো দাপট দেখিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।
শুক্রবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সংগ্রহ করে মোটে ৮৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে নাজমুল শান্ত এবং জাকির হাসানের ব্যাটে ভর করে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট স্ট্রাইকার্স।