লিওনেল মেসির অধিনায়কত্বে ৩৬ বছরের শিরোপার খরা কাটায় আর্জেন্টিনা। দেশকে বিশ্বকাপ উপহার দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন মেসি।

আর্জেন্টাইন এই সুপারস্টারকে নিতে চেয়েছিল সৌদি আরবের ক্লাব আল নাসের; কিন্তু বিশ্বকাপজয়ী অধিনায়কের সঙ্গে চুক্তি করতে না পেরে পর্তুগালের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে নেয় আল নাসের।

ক্লাবটির কোচ রুডি গার্সিয়া বলেন, প্ৰথমে আমরা মেসিকে নেওয়ার চেষ্টা করেছিলাম। মেসিকে না পাওয়ায় রোনালদোকে নেওয়া হয়।

Suggested Post :  মেসি বিশ্বকাপ জিততে পারতো যদি রামোস আর্জেন্টিনার হয়ে খেলতো

একাধিক মিডিয়া রিপোর্টে বলা হচ্ছে- পর্তুগালের অধিনায়ক রোনালদো সৌদি আরবের ক্লাব থেকে বছরে ২০০ মিলিয়ন ডলার পাবেন।

সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিসই করার পর রোনালদো বলেছেন, অন্য এক দেশে নতুন এক ফুটবল অভিজ্ঞতার সাক্ষী থাকতে চেয়েছিলাম। আমি ভাগ্যবান যে ইউরোপিয়ান ফুটবলে সমস্ত কিছুই আমার জেতা হয়ে গিয়েছে। এখনই এশিয়ান ফুটবলে অভিজ্ঞতা অর্জন করার সেরা সময়।