শেষ হয়েছে বিশ্বমঞ্চে ফুটবলের আরেকটি আসর। মরুর বুকে প্রথম বিশ্বকাপে শিরোপার স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। কাতারে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজেছে ব্রাজিলের। তবে বিশ্বমঞ্চের সেই উৎসবের রেশ না কাটতেই সমর্থকদের মনে প্রশ্ন, আবার কবে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো লড়াই চলছে। আর নতুন বছরের শুরুতেই মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। তবে এটা সিনিয়র দলের লড়াই না। ‘লাতিন আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ’-এর ৩০তম আসরের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে দল দুটি।

Suggested Post :  আর্জেন্টিনা-কলম্বিয়া উত্তেজনাকর পেনাল্টি শুট আউট (ভিডিও)

এই টুর্নামেন্টের ২৯টি আসরের মধ্যে ব্রাজিল ১১বার আর আর্জেন্টিনা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। তবে উভয় দলই সমান সাতবার করে এই আসরে রানার্সআপ হয়েছে।

আগামী ২০ জানুয়ারি কলম্বিয়ায় শুরু হবে এবারের আসর। দুটি গ্রুপে পাঁচটি করে অংশ নেবে দল দুটি। ‘এ’ গ্রুপে আছে ব্রাজিল, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া ও পেরু। আর ‘বি’ গ্রুপে আছে ভেনিজুয়েলা, চিলি, ইকুয়েডর, উরুগুয়ে ও বলিভিয়া।

Suggested Post :  ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে জীবন দেবেন নেইমার!

এই টুর্নামেন্টে জুনিয়রদের সুপার ক্লাসিকো দেখবে ফুটবল সমর্থকেরা। ২৩ জানুয়ারি মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ হবে ১২ ফেব্রুয়ারি।