গতবারের নিলামে দুইবার সুযোগ পেয়েও অবিক্রিত ছিলেন সাকিব আল হাসান। এবারেও প্রথম ডাকে ঘটল তাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

শুক্রবার ভারতের কোচিতে বসেছে আইপিএলের মিনি নিলাম। গতবারের আইপিএলে দুই কোটি রুপি ধরা হলেও এবারের আসরে সাকিবের ভিত্তিমূল্য ১ কোটি ৫০ লাখ রুপি। তবুও ৩৫ বছর বয়সী এ অলরাউন্ডারের ব্যাপারে আগ্রহ দেখায়নি কেউই।

Suggested Post :  রাজস্থানের বিপক্ষে ম্যাচে ফিক্সিং করেছিলেন পাঞ্জাবের ক্রিকেটার!

তবে ১ম ডাকে অবিক্রিত সাকিব ২য় ডাকে দের কোটিতে বিক্রিত। সাকিবকে কিনেছে KKR.