গতবারের নিলামে দুইবার সুযোগ পেয়েও অবিক্রীত ছিলেন সাকিব আল হাসান। এবারেও প্রথম ডাকে ঘটল তাই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

শুক্রবার ভারতের কোচিতে বসেছে আইপিএলের মিনি নিলাম। প্রাথমিক তালিকায় ৯৯১ জন ক্রিকেটারের নাম থাকলেও চূড়ান্ত নিলামে তোলা হয়েছে ৪০৫ জনকে। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার।