আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় কোচিতে এবারের আইপিএলের নিলাম শুরু হবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৩ আসরের নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন চার বাংলাদেশি। প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ছেন দুজন।

চার বাংলাদেশি হলেন— সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, লিটন দাস ও আফিফ হোসেন। সাকিব ছাড়া আর কারও আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই। সাকিবের ভিত্তিমূল্য ২ কোটি ইন্ডিয়ান রুপি আর বাকি তিন জনের ৫০ লাখ রূপি করে। নাম দিয়েও বাদ পড়েছেন শরিফুল ও নাসুম।

Suggested Post :  ইতিহাসের পুর্নাবৃত্তি: আবারও ফাইনালে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স

নিলামে অলরাউন্ডার ক্যাটাগরিতে প্রথম সেটেই সাকিব আল হাসানের নাম। অলরাউন্ডার ১ সেটের ৩ নম্বরে (স্যাম কারেন ও ক্যামেরুন গ্রিনের পর)।

উইকেটকিপার ক্যাটাগরিতে প্রথম সেটে নাম এসেছে লিটন দাসের। উইকেটকিপার সেট ১ এর ২ নম্বরে লিটন (টম ব্যান্টনের পর)। আরেক বাংলাদেশি অলরাউন্ডার আফিফ হোসেনের নাম এসেছে ৪ নম্বর সেটে। ফাস্ট বোলার ক্যাটাগরির দ্বিতীয় সেটে আসছেন স্পিডস্টার তাসকিন আহমেদ।

Suggested Post :  রাত ৮টায় নয়, আগামীকাল সাকিবের কলকাতার খেলা যখন শুরু হবে

এবারের আইপিএলের নিলামে নাম উঠবে ৪০৫ ক্রিকেটারে্। এর মধ্যে ভারতীয় ২৭৩ জন এবং বাকি ১৩২ ক্রিকেটারই বিদেশি। ১৩২ জনের মধ্যে দল পাবেন ৩০ জন।