৯৯+ ফেসবুক স্ট্যাটাস Best Facebook Status | Bangla Facebook Status 2023

ফেসবুক স্ট্যাটাস সুন্দর সুন্দর বাংলা ফেসবুক স্ট্যাটাস, কষ্টের এবং ভালোবাসার ও স্মার্ট ফেসবুক স্ট্যাটাস।

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ করতে এখানে এসেছেন। facebook বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রতিনিয়তই স্ট্যাটাস শেয়ার করি। একটি স্মার্ট ফেসবুক স্ট্যাটাস আপনাকে সবার সামনে তুলে ধরবে। এই পোষ্টে কিছু ফেসবুক স্ট্যাটাস শেয়ার করবো, আশা করি আপনারা পছন্দ করবেন।

ফেসবুক স্ট্যাটাস

অনেক সময় আমরা ফেসবুকে কিছু স্ট্যাটাস দিয়ে নিজেকে একটু স্মার্ট করার চেষ্টা করি। যেমন- আপনার আজ মন খারাপ তাই মনের কথাগুলো কাউকে বলতে পারছেন না। স্ট্যাটাস ফেসবুকে দিয়ে আপনার মনের কথাগুলো সহজেই অন্যকে বা আপনার গ্রালফেন্ডকে বুঝাতে পারেন।

১। পিছন থেকে ডাকার মানুষ সকলের থাকে না☺️☺️☺️যাদের থাকে তারা কখনও নিঃসঙ্গ নয়।।🤔
২। অতীত তোমাকে কষ্ট দিবে,,,,,,,,ভবিষ্যৎ তোমাকে আশা দেখাবে।
আর বর্তমান সব সময়ই……………..তোমার সাথে থাকবে।
*********তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো।***********
৩। বেশিরভাগ মানুষ বলতে চায় কিন্তু শুনতে চায় না,,,,,,,যারা শুনতে চায় তারা বোঝতে চায় না।
**********আর যারা বোঝতে চায় তাদরকে সহজে বোঝানো সকলে পক্ষে সম্ভব হয়না ***********
৪। আপনি যদি আপনার ভালোবাসার মানুষ টির ক্ষুদ্র ক্ষুদ্র ভুলগুলো ক্ষমা করতে না পারো।
তাহলে তার ভালোবাসার যোগ্য তুমি নও)😍😍😍😍
৫। ছেলেদের কান্নার পেছনে একটা মহাসাগর পরিমান রহস্য থাকে।
আর মেয়েরা তো একটা লিপস্টিক💄💄💄💄 খুঁজে পেতে দেরি হলে কাঁদে। 😂
৬। আসলে, মানুষের জীবন যে কতটুকু কখন বদলে যায়,,,,,
সে খেয়ালটা বোধয় আমাদের সচরাচর থাকে না। 😩 আর যখন খেয়াল হয়,,,
তখন বদলে যাওয়ার এক 😩 নষ্টালজিক অনুভুতি আমাদের মাঝে কাজ করতে থাকে।
আর তখন ভাবি আহারে সবাই এবং সবকিছু কেমন বদলে গেছে ।
৭। মানুষ মানুষের জন্য..,,,,,,,,,মানুষকে ভেবোনা বাজারের পন্য।
হয়তো ভুল করে সে তোমায় বেসেছে ভালো,,,,,,,তাই বলে তুমি নিভিয়ে দিওনা—–
😍😍😍তার জীবনের আলো😍😍😍
৮। চোখের জলে😢 😭 রং থাকলে সকালে উঠে দেখতাম বালিশটা রঙিন 🔴।
৯। বিশাল হৃদয়❤️‍ দিয়ে কি হবে যদি দুঃখ না বোঝে😩😩😩😩
ফেন্ডশিপ করে কি হবে যদি মূল্য🙌 না দাও,
❤️‍❤️‍ভালবেসে কি হবে যদি ভালবাসার মানুষকে কষ্ট দাও😩😩
১০। 👺প্রত্যেকবার আমি পরীক্ষার আগের রাত্রে সিলেবাস👺 দেখে একটা ছোটখাটো স্ট্রোক করি। 👺🙄

ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস

১১। যখন ভালোবাসা আপনার কাছে অজানা তখন বুঝবেন না 👉 👉👉সুখ কী?
যখন কাউকে ভালবাসবে তখন বুঝবেন 👉👉👉ব্যাথা কী?
যখন আপনি ভালবাসা হারিয়ে ফেলবেন তখন বুঝবেন 👉👉👉জীবন কী?
১২। ভালোবাসার মানে হল 👉👉👉 অভিমান😩করে অপেক্ষা করা।
১৩। 💛ভালোবাসতে শেখ,❤️ভালোবাসা দিতে শেখ। তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।
১৪। ❤️ভালোবাসার মানুষের সাথে হঠাৎ করে কথা বন্ধ হয়ে যাওয়া,,,,,,,আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোন পার্থক্য নেই। 😩😩😩😩
১৫। ভালোবাসলে,,,,,,,,,,,,,,,,, অবহেলা পাওয়া যায়।
রাত আসে রাত যায়,,,,,,,,,,,,,,, তুমি আজও আমার সেই কল্পনায় ।
১৬। যতই বলোনা ভালোবাসি😍😍😍 যতই হওনা প্রিয়!!!!!!!!
তবু মিথ্যে ভালোবাসার চেয়ে,,,,,,,, একাকীত্বই শ্রেয়।
১৭। অভাবটা দুজনেরই ছিলো একজনের ভালোবাসার💔💔💔💔 অন্যজনের বিশ্বাসের*
১৮। বিশ্বাস তো কবেই হারিয়ে গেছে…. মিথ্যে ভালোবাসার ভিড়ে।
**********অনেকটাই পথ পেরিয়েছি,,,,,আর চাইনি পিছন ফিরে********
১৯। 💖💖তাদের ভালোবাসায় আবেগ আছে,,,,,,,,, 💖💖তবে নেই আড়ম্বর আর আভিজাত্য ।
তাদের কাছে স্বপ্ন বলতে একটা চাকরি, আর মা-বাবার সম্মতি ।
***************কারণ❓ তারা মধ্যবিত্ত*************

২০। কখনো কখনো ভালোবাসার স্বীকারোক্তি অপ্রকাশিত থাকাই ভালো ——–
কারণ,,,,,,, হ্রদয়ের কথা অসময়ে অপ্রযোজনীয় মানুষের কাছে একবার প্রকাশিত হয়ে গেলে,
আগের মতো আর কিছুই থাকেনা।

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস ২০২৩-২০২৪

ফেসবুক স্ট্যাটাস
ফেসবুক স্ট্যাটাস

রাগ,অভিমান ও অভিযোগ বোকা ও দূর্বলরা করে। বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে।

মেয়েরা অভিমান করে আরো বেশী ভালবাসার জন্য, আর ছেলেরা অভিমার করে ভালোভাবে বোঝানোর জন্য।

নাই কোনো অভিমান-অভিযোগ, ভাল থাকুক সে।

ফেসবুক স্ট্যাটাস

অভিমান শুধু ভালবাসা বাড়ায় না, বিচ্ছেদও ঘটায়।

অপেক্ষার ছোট্ট সময় গুলোও অনেক দীর্ঘ হয়, সময় যেন কাটতেই চায় না তবুও অপেক্ষা করতে ভাল লাগে কারন ভালোবাসি।

রাগ অভিমান করার পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয়, তাহলেই ভালোবাসার সম্পর্কগুলো টিকে থাকে।

পাশে এসো, ছুঁয়ে দাও, আরও কাছে রাখো আমায় । প্রিয় অভিমান, দূরত্ব তোমাকে কি মানায়।

প্রেমের সম্পর্ক অনেকটা পদ্ম পাতার ওপর এক ফোঁটা জলের মতো, যত্ন না করলে যে কোনো সময় ভেঙ্গে যেতে পারে।

যখন মায়া বাড়িয়ে লাভ হয় না,তখন মায়া কাটাতে শিখতে হয়।

নীরবতারও ভাষা আছে,এটা শুধু খুব কাছের কেউই বুঝতে পারে।