
মেসির জাদুকরী গোলের ভিডিও তুমুল ভাইরাল (ভিডিও)
লিওনেল মেসি অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন, এবারই শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। সেই বিশ্বকাপে মেসির আর্জেন্টিনা চলে গেছে ফাইনালে। আগামী রোববার বিশ্বকাপ জেতার মিশন নিয়ে মাঠে নামবে আকাশি-সাদারা। তার আগে মেসি আরও একবার মনে করিয়ে দিলেন, আগামী ম্যাচটাই হতে যাচ্ছে বিশ্বকাপে তার শেষ ম্যাচ।
মেসি যদিও বিশ্বকাপের আগে জানিয়েছিলেন, এবারই তার শেষ; তবু কোচ লিওনেল স্ক্যালোনি আশাবাদ ব্যক্ত করেছিলেন, আর্জেন্টাইন অধিনায়ক খেলবেন আরও অনেক দিন। তবে মেসি জানালেন, পরের বিশ্বকাপে আর দেখা যাবে না তাকে।
The Key Moment of First half in #ArgentinaVsCroatia
👉IS THIS A FAIR PENALTY KICK????#Messi𓃵 #ARGCRO #FIFAWorldcup #Arg pic.twitter.com/Rdx5baZXq7— Ayush Raj🇮🇳 (@Ayush_Raj74) December 13, 2022
The stadium erupts after Leo Messi’s penalty!
This is absolute mental! 🔥🔥
— Leo Messi 🔟 (@WeAreMessi) December 13, 2022
Wow! 🙌🏾 It was a real joy and a pleasure to watch my son Marjan who’s a fanatic #Messi fan celebrate this assist more than he even celebrated that thumping penalty. Such a marvel #GOAT𓃵 #FIFAWorldCup #Qatar2022 #Messi𓃵day pic.twitter.com/vlAkAwzRES
— 𝗗𝗿 𝗔𝗵𝗺𝗲𝗱 𝗞𝗮𝗹𝗲𝗯𝗶, 𝕆𝔾𝕎 (@DrAhmedKalebi) December 13, 2022