মেসির কথায় রেফারিকে বাড়ি পাঠাল ফিফা!

InCollage 20221212 154331609 S7lfbvNm34

এবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জেতার পর আর্জেন্টিনার প্রধান তারকা খেলোয়াড় লিওনেল মেসির সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন ম্যাচ পরিচালনাকারী রেফারি আন্তোনিও মাতেউ লাহোজ।

এর আগে মেসির মন্তব্য ছিল, “ফিফার উচিত বিষয়গুলো খেয়াল করা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এ ধরনের একজন রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া উচিত নয়।”

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সেই মন্তব্য ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা গুরুত্বের সঙ্গে নিয়েছে- এটা এখন বলাই যায়। কেননা, কাতার বিশ্বকাপে আর কোনও ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন না রেফারি লাহোজ। তাকে ইতোমধ্যেই বিশ্বকাপের আসর থেকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ফিফা।

এদিকে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেফারি লাহোজ দুই দল মিলিয়ে ১৮টি হলুদ কার্ড দেখিয়েছেন। এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখানো হয়েছে ১০টি হলুদ কার্ড। সূত্র: ডেইলি মেইল।

You May Also Like