
আর্জেন্টিনাকে নেদারল্যান্ডস আটকেই রেখেছিল। তবে লিওনেল মেসির এক মুহূর্তের কারিশমায় তালা ভাঙল আকাশি-সাদারা। তার বাড়ানো বলেই গোলটা করলেন নাহুয়েল মলিনা। আর্জেন্টিনা এগিয়ে গেল ১-০ গোলে।
ডাচদের খেলার ধরনের কথা মাথায় রেখে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি একাদশে বড় পরিবর্তন এনেছিলেন। আর্জেন্টিনা সাধারণত ৪-৩-৩ ছকে খেলে থাকে। কিন্তু আজ লুসাইল স্টেডিয়ামের এই ম্যাচে দল নামে তিন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে, ছকটা বদলে যায় ৩-৫-২ তে, একজন ফরোয়ার্ড কম নিয়ে মাঠে নামতে হয় আর্জেন্টিনাকে।
সেটা আর্জেন্টিনাকে কিছুটা রক্ষণাত্মক স্থিতি এনে দিলেও বাধ সেধেছিল আর্জেন্টাইনদের আক্রমণে। আর সব ম্যাচের চেয়ে আজ আক্রমণে খানিকটা পিছিয়েই ছিলেন মেসিরা।
গোলের অপেক্ষাটা যখন ক্রমেই বাড়ছিল, তখনই মেসির এক মুহূর্তের ঝলকে আর্জেন্টিনা পেয়ে যায় তাদের প্রথম গোল। ম্যাচের ৩৫তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে ছোট একটা ‘শোল্ডার ড্রপে’ মার্কারকে ছিটকে দিলেন, এরপর দারুণ এক থ্রু বল বাড়ান বক্সে এগোতে থাকা মলিনাকে। গোলটা করতে ভুল করেননি তিনি।
এটি আর্জেন্টিনার জার্সিতে মলিনার প্রথম গোল, আর মেসির ক্যারিয়ারের সপ্তম বিশ্বকাপ অ্যাসিস্ট। মেসির সামনে এখন কেবল ডিয়েগো ম্যারাডোনা, বিশ্বকাপে রেকর্ড ৮ অ্যাসিস্ট করেছেন তিনি।
La increíble asistencia de Messi y la definición de Nahuel Molina desde la tribuna 🤯😳pic.twitter.com/JhCPlqwP82
— Luciana Rubinska (@LRubinska) December 9, 2022
MESSI WHAT AN ASSIST TO MOLINA GOAL VAMOS pic.twitter.com/ZkBmhsWLcg
— Ziad is NOT in pain 🇦🇷 (@Ziad_EJ) December 9, 2022
That pass by Leo Messi to Molina! 😍😍 pic.twitter.com/nehruD7Dta
— Leo Messi 🔟 (@WeAreMessi) December 9, 2022