শেষ ১৬ তে যেতে পারলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে যে দল

সৌদি আরবের কাছে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। পরের ম্যাচে তারা হারিয়ে দিয়েছে মেক্সিকোকে। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পোল্যান্ড। এই ম্যাচ জিতলেই মেসিরা সরাসরি পৌঁছে যাবেন শেষ ষোলোতে।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

হারলে নিতে হবে বিদায়। আর ম্যাচ ড্র হলে গ্রুপের অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে। প্রশ্ন হলো, আর্জেন্টিনা শেষ ষোলোতে উঠলে কারা হবে তাদের প্রতিপক্ষ?

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বিশ্বকাপের সূচি অনুযায়ী, প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’র মধ্যে খেলা হবে। গ্রুপ ‘সি’তে আছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। অন্যদিকে গ্রুপ ‘ডি’তে আছে ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনিশিয়া। দুটি গ্রুপের আটটি দলই এখনো পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে। গ্রুপ ‘সি’তে শীর্ষে পোল্যান্ড। তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে সৌদি আরব। চতুর্থ স্থানে থাকা মেক্সিকোর পয়েন্ট ১।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

অন্যদিকে গ্রুপ ‘ডি’র শীর্ষে ফ্রান্স। ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে তারা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে থাকা ডেনমার্কের পয়েন্ট ১। একই পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চার নম্বরে তিউনিশিয়া। এই গ্রুপের শেষ ম্যাচে ফ্রান্সের মুখোমুখি তিউনিশিয়া। এমবাপ্পেরা যা খেলছে তাতে শেষ ম্যাচে তাদের জেতার সম্ভাবনা বেশি। ড্র করলেও শীর্ষে থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে যাবে ফ্রান্স।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

কোনো কারণে যদি ফ্রান্স সেদিন তিউনিশিয়ার কাছে হেরে যায়, তবু গোল পার্থক্যে তাদেরই শীর্ষে থাকার কথা। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকার সবচেয়ে বেশি সুযোগ অস্ট্রেলিয়ার। ডেনমার্ককে হারাতে পারলে বা তাদের বিপক্ষে ড্র করলে অজিরা চলে যাবে শেষ ষোলোতে। কিন্তু ডেনমার্ক যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে তারা দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের শেষ ষোলোয় যাবে। অন্যদিকে গ্রুপ শীর্ষে থাকতে হলে পোল্যান্ডের বিপক্ষে জিততেই হবে মেসিদের।

jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn
jwppfOn

বুধবার রাতের ম্যাচে আর্জেন্টিনা জিতলে তাদের পয়েন্ট হবে ৬। কিন্তু আর্জেন্টিনা ড্র করলে তাদের তাকিয়ে থাকতে হবে সৌদি বনাম মেক্সিকো ম্যাচের দিকে। সেই ম্যাচে মেক্সিকো জিতলে বা ম্যাচ ড্র হলে দ্বিতীয় স্থানে শেষ করার সুযোগ থাকবে মেসিদের। প্রি-কোয়ার্টার ফাইনালে গ্রুপ ‘সি’র শীর্ষে থাকা দলের বিপক্ষে খেলবে গ্রুপ ‘ডি’র দ্বিতীয় স্থানে থাকা দল। আবার গ্রুপ ‘ডি’র শীর্ষে থাকা দলের বিপক্ষে খেলবে গ্রুপ ‘সি’র দ্বিতীয় স্থানে থাকা দল।

অর্থাৎ আর্জেন্টিনা গ্রুপসেরা হলে শেষ ষোলোতে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়া বা ডেনমার্ককে। কিন্তু দ্বিতীয় স্থানে শেষ করলে শেষ ষোলোয় ফ্রান্সের সামনে পড়ার সম্ভাবনা মেসিদের। নিঃসন্দেহে ফ্রান্স অনেক কঠিন প্রতিপক্ষ। তাই পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষে শেষ করতে চাইবেন মেসিরা। এখন দেখার, মেসি ম্যাজিকে আরো একবার আর্জেন্টিনা জেগে উঠতে পারে কি না।