
জার্মানির টিকে থাকতে জয় চাই, আর স্পেনের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করতে। কিন্তু হাইভোল্টেজ ম্যাচটির প্রথমার্ধে কেউই পেল না কাঙ্ক্ষিত গোল।
আল বাইত স্টেডিয়ামে রোববার ‘ই’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধ শেষ হলো গোলশূন্য সমতায়।





কোস্টা রিকাকে সাত গোলের বন্যায় ভাসানো স্পেন এদিন শুরুতেই গোল পেতে পারতো। ডি-বক্সের বাইরে থেকে দানি ওলমোর বুলেট গতির শট গোলরক্ষক মানুয়েল নয়ারের হাতে লেগে ক্রসবারে বাধা পায়।
অবশ্য গোলটি হলে দায় এড়াতে পারতেন না নয়ার। বলে যথেষ্ট গতি থাকলেও তার আয়ত্ত্বেই ছিল এবং অনায়াসে ধরা উচিত ছিল; কিন্তু বলের গতি-প্রকৃতি যেন বুঝতেই পারেননি ২০১৪ বিশ্বকাপ জয়ের নায়কদের একজন এই নয়ার।





৩৪তম মিনিটে ওলমোর পাস বক্সে দারুণ পজিশনে পেয়েই উড়িয়ে মারেন ফেররান। লাইন্সম্যান যদিও তোলেন অফসাইডের পতাকা। পাঁচ মিনিট পর আন্টোনিও রুডিগার হেডে বল জালে পাঠালে উল্লাসে মাতে জার্মানি, তবে ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে থেমে যায় তাদের উদযাপন।
ম্যাচটি ড্র হলো
স্কোর
স্পেন ১
জার্মানি ১